দারুল কিরাত দলইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

No Image Available
  • আপডেট টাইম : March 29 2025, 11:57
  • 13 বার পঠিত
দারুল কিরাত দলইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসার বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা শাখার বিদায়ী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখার সহকারী নাজিম আব্দুল খালিকের সভাপতিত্বে ও সহকারী ক্বারী মুহাম্মদ দিলোয়ার হোসেনের সঞ্চালনায় রাবে জামাতের ছাত্র রুহুল আমিনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ফলাফল ঘোষণা করেন, শাখার প্রধানক্বারী মুহাম্মদ শরিফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাখার সহকারী ক্বারী আব্দুল করিম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাজিম পারবেছ মিয়া। শাখায় দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন তারা সহ এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন, শাখার সহকারী নাজিম আব্দুল খালিক।
ফলাফল প্রকাশের পর প্রতিযোগিতায় ও পরীক্ষায় উত্তীর্ণদের হাতে পুরস্কার তুলে দেন, শাখার ক্বারী সাহেবগণ ও এলাকার মুরব্বিয়ান।
প্রধান ক্বারী মুহাম্মদ শরিফ উদ্দিনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর