শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ/১৪ চৈত্র) শাল্লা থানা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত জামিল, থানার অফিসার ইনচার্জ মো শফিকুল ইসলাম, ওসি-তদন্ত ওয়ালী আশরাফ খান এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
ইফতারের আগে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হকের পরিচালনায় দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।