বাংলাদেশের গৌরবময় ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এস এ রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রুবেল, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ব্যারিস্টার আব্দুর রাকিব, সাবেক যুবনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, সাবেক ছাত্রনেতা আকতার উজ্জামান কোরেশি নিপু, বাংলাদেশ ওয়েলফেয়া সেন্টারের সেক্রেটারি আসকর আলী, যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, জ্যেষ্ঠ সহ সভাপতি আবুল কালাম মুমিন, মাহবুবু রহমান, আসাদ মিয়া ও
সাজেল আহমেদ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাতিএবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, ক্বারী শাহ মোহাম্মদ তসলিম আলী।–সংবাদ বিজ্ঞপ্তি