নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা গোয়েন্দা বিভাগ চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক সহ বিভিন্ন অপরাধের ১৫টি মামলার আসামি হেলাল মিয়াকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ মার্চ/১৪ চৈত্র) বিকেল পৌণে ৪টায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (দক্ষিণ) মো আশরাফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল সিলেট মহানগরীর গোটাটিকর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ‘ডাকাত সরদার’ হেলাল মিয়াকে (৩৫, পিতা মৃত হাফিজ জমির আলী, চৌকা, ছাতক, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
হেলাল মিয়ার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানায় ১টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলা, সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ১টি ডাকাতি মামলা, ছাতক থানায় ৩টি ডাকাতি ও ১টি চুরি মামলা, শান্তিগঞ্জ থানায় ১টি চুরি, ২টি ডাকাতি ও ১টি অস্ত্র আইনে মামলা, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় ১টি মাদক ও ১টি অস্ত্র মামলা, দক্ষিণ সুরমা থানায় ১ ডাকাতি মামলা ও হবিগঞ্জের বানিয়াচং থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।