নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা সহ এক ‘মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ মার্চ/১৪ চৈত্র) প্রথম প্রহরে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় এক মোটরসাইকেল চালক আব্দুল কাদিরকে (৪০, পিতা তেরা মিয়া, মানিকপুর, জকিগঞ্জ, সিলেট) আটকে তার দেহ তল্লাশি করে নীল পলিপারযুক্ত প্যাকেটে ৯০০ পিস ইয়াবা উদ্ধার ও মোটরসাইকেলটি (সিলেট-হ-১৫-৮২১৯) জব্দ করা হয়।
পুলিশ আব্দুল কাদিরকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।