ওসমানীনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা ‘ডাকাত’ দলের ৫ সদস্য গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : March 28 2025, 17:03
  • 12 বার পঠিত
ওসমানীনগরে পুলিশের অভিযানে আন্তঃজেলা ‘ডাকাত’ দলের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ‘ডাকাত’ দলের ৫ সদস্য গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত পৌণে ১১টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার ইলাশপুরে সিলেট-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় পুলিশের সিগনালে একটি নোহা গাড়ি থামলে ‘ডাকাত’ দলের সদস্যরা তা থেকে নেমে পলায়নের চেষ্টা করে। তবে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো শাহ আলম (২০, পিতা মৃত আলমগীর মিয়া, পশ্চিম পাকুরিয়া, চুনারুঘাট, হবিগঞ্জ), কৃষ্ণ নাইডু (৩২, পিতা আদ নারায়ন নাইডু, উত্তর নরপত্তি, চুনারুঘাট, হবিগঞ্জ), মো শুক্কুর আলী ওরপে আজাদ (৩০, পিতা মৃত মনু মিয়া, খাসগাঁও, ছাতক, সুনামগঞ্জ), মো ফুল মিয়া (৪৩, পিতা মৃত আলফি মিয়া, পশ্চিম পাকুরিয়া, চুনারুঘাট, হবিগঞ্জ) ও মো সুনু মিয়া (২৬, পিতা মো কাজল মিয়া, পশ্চিম পাকুরিয়া, চুনারুঘাট, হবিগঞ্জ)
পরে তাদের দেওয়া তথ্য মতে, ১ একটি সাদা রংয়রে নোহা প্রাইভটে কার সহ ডাকাতির কাজে ব্যবহারযোগ্য দেশীয় অস্ত্র ও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর