শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৭ মার্চ/১৩ চৈত্র) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো টনু মিয়া।
গণঅধিকার পরিষদের সুনামগঞ্জ জেলার সাবেক সহসভাপতি মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল বরকতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের শাল্লা উপজেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক মো এরশাদ মিয়া, সোহাগ মিয়া ও মো জাহের আলী।