গোয়াইনঘাটের দারুল ক্বিরাত নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদরাসায় বিদায়ী অনুষ্ঠান

No Image Available
  • আপডেট টাইম : March 27 2025, 17:23
  • 15 বার পঠিত
গোয়াইনঘাটের দারুল ক্বিরাত নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদরাসায় বিদায়ী অনুষ্ঠান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট নন্দিরগাঁও মানাউরা দাখিল মাদরাসা শাখার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ/১৩ চৈত্র) বিকেলে মাদরাসা মিলনায়তনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাওলানা আইনুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ক্বারী শাহিন আহমদের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, খামিছ জামাতের ছাত্রী শাহিদা বেগম, নাতে রাসুল (সা) পরিবেশন করেন, রাবে জামাতের ছাত্র আতিকুর রহমান, শানে ফুলতলী (র) পরিবেশন করেন, ছালিছ জামাতের ছাত্রী রোমানা আক্তার প্রমি।
ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ছাত্র নাজিম মাহাদী আলম নয়ন। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাওলানা ক্বারী আমির উদ্দিন। জামাতে সুরা থেকে খামিছ ও মহিলা ছাদিছ জামাতের শিক্ষার্থী ও প্রতিযোগীদের ফলাফল ও ক্লাসভিত্তিক ফলাফল ঘোষণা করেন, প্রধান ক্বারী মাওলানা মুজিবুর রহমান।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে শিরণী বিতরণের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে এই শাখা কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর