মৌলভীবাজারে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : March 26 2025, 16:16
  • 18 বার পঠিত
মৌলভীবাজারে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপিত

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এরপর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা, মৌলভীবাজার পৌরসভা, জেলা বিএনপি, পৌর কর্মচারী ফেডারেশন, উপজেলা পরিষদ, যুবদল ও মহিলাদল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলার সকল উপজেলায়ও নানা কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর