যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : March 26 2025, 16:00
  • 17 বার পঠিত
যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন, উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসের তাৎপর্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘স্বাধীনতা একটি অমূল্য অর্জন। তবে এর সুরক্ষা ও দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশকে আরও শক্তিশালী, উন্নত ও মর্যাদাপূর্ণ করে তুলি। আমাদের ঐক্য, নিষ্ঠা ও আত্মোৎসর্গই হবে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রধান শক্তি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার।’-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর