নিজস্ব প্রতিবেদক : সিলেটের জবিগঞ্জ থানা পুলিশের অভিযানে একহাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
বুধবার (২৬ মার্চ/১২ চৈত্র) ভোরে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ-আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম (মাদারনগর) মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় কালীগঞ্জ হতে সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার সহ চালক সোহেল আহমদকে (৩০, পিতা মৃত সেলিম মিয়া, শান্তিবাগ, শাহপরান, সিলেট) আটক করা হয়।
পরে চালকের দেওয়া তথ্য মতে, প্রাইভেট কারের নিচের দিকে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে এই ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।