একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই

No Image Available
  • আপডেট টাইম : March 26 2025, 15:48
  • 20 বার পঠিত
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাশ আর নেই।
বার্ধক্যজনিত নানা অসুস্থতায় বুধবার (২৬ মার্চ/১২ চৈত্র) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সিলেট মহানগরীর হাওলাদারপাড়ায় নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৯৫ বছর। মৃত্যু সংবাদ পেয়ে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা তাকে শেষবার দেখতে ছুটে যান।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্যে মরদেহ সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সুষমা দাশের মরদেহ শেষকৃত্যের জন্যে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার চাকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর