মহান স্বাধীনতা দিবসে সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ

No Image Available
  • আপডেট টাইম : March 25 2025, 18:29
  • 23 বার পঠিত
মহান স্বাধীনতা দিবসে সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ

নিজস্ব প্রতিবেদক : আজ মহান স্বাধীনতা দিবস। বাংলা ও বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। কাঙ্ক্ষিত স্বদেশ প্রতিষ্ঠার দৃপ্ত অঙ্গীকারে দেশব্যাপী দিনটি উদযাপিত হবে।
১৯৭১ সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
পরদিন চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়া (পরবর্তী সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান) বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলে সারাদেশে সেনাবাহিনীর সদস্যগণ, তখনকার ইপিআর (বর্তমান বিজিবি) ও পুলিশ সহ সর্বস্তরের মানুষ সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী পঁচিশে মার্চ রাতেই ঢাকা ও অন্যান্য শহরে গণহত্যায় মেতে উঠে। মুক্তিযুদ্ধের নয় মাসে এদেশীয় দোসর দালাল, রাজাকার, আলবদর ও আলশামসের প্রত্যক্ষ সহযোগিতায় হত্যা করে অসংখ্য বুদ্ধিজীবী সহ ত্রিশ লাখ নারী-পুরুষ-শিশুকে। হরণ করে দুলাখ মা-বোনের সম্ভ্রম। তবু বাঙালিকে দমাতে ব্যর্থ হয়।
অকুতোভয় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর প্রচণ্ড মারে নাস্তানাবুদ পাকিস্তানি জল্লাদ বাহিনী শেষপর্যন্ত ষোলই ডিসেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নেয় বাংলাদেশ নামের নতুন রাষ্ট্র। আকাশে পতপত করে উড়তে শুরু করে লাল-সবুজের পতাকা। সাড়ে সাতকোটি কণ্ঠে অমিত তেজে উচ্চারিত হতে থাকে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…।’
মহান স্বাধীনতা দিবস উদযাপনে সিলেট সহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর