বিভাজন নয়-বিএনপিতে ঐক্য গুরুত্বপূর্ণ : শাল্লায় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : March 25 2025, 17:47
  • 29 বার পঠিত
বিভাজন নয়-বিএনপিতে ঐক্য গুরুত্বপূর্ণ : শাল্লায় বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী

শাল্লা প্রতিনিধি : বিএনপির সাবেক সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি বিভাজনের পরিবর্তে দলে ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি আরো বলেছেন, আগামী সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্যে কাজ করার মানসিকতায় দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ/১১ চৈত্র) সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দলের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে বিচারপতি মিফতাহ্ উদ্দিন চৌধুরী রুমি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি সকলকে সতর্ক করে বলেন, বিএনপি কারো ব্যক্তিগত নয়-একটি সুবিশাল ও সুশৃঙ্খল রাজনৈতিক দল। ৫ আগস্টের পরে এই জাতিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তাই জাতিকে রক্ষায় বিএনপিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রশিদ আহমেদ চৌধুরী বাচ্চু, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুজাত আহমেদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির সদস্য মো সেলিম চৌধুরী ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী।
শাল্লা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মো এরশাদ মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা আব্দুল করিম, কবির মিয়া চৌধুরী, নূরুল হক সর্দার, আশিকুর রহমান আশিক, মো একরামুল হোসেন, আবু সায়েম, সবুজ হোসেন বাবু, হাবিবুর রহমান হাবুল, লুৎফুর রহমান তালুকদার, বাদল চন্দ্র দাস, সোহেল মিয়া, আবু সাঈদ প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর