সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জনগণের ঐক্যই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে পারে।
তিনি আরো বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে আন্দোলন চালিয়ে যাবে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল পথ আর এই লড়াই অব্যাহত থাকবে বলেও জেলা বিএনপি সভাপতি উল্লেখ করেন।
সোমবার (২৪ মার্চ) দক্ষিণ সুরমার দাউদপুর বাজারে ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো সহ প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দেশে প্রত্যাবর্তন ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের জন্যেও তিনি আহ্বান জানান।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার ও সাধারণ সম্পাদক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, বিএনপি নেতা কাপ্তান মিয়া ও আরিফ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, জামাল উদ্দিন, জসিম উদ্দিন, আজিজুর রহমান লায়েক, রাজু আহমেদ, অপু সুলতান, আনসার আহমেদ, জামাল আহমেদ জুমন, সাহিন আহমেদ, লিটন আহমেদ, আফজাল মিয়া ও রুহুল আমিন সহ উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।–সংবাদ বিজ্ঞপ্তি