নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ছিনতাইকারী দলের সদস্য ও পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে সিলেট মহানগরী থেকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসির একটি আভিযানিক দল রবিবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে মহানগরীর জেল রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট কোতয়ালি থানার (জিআর ৫৯/২০, ধারা : আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার ৪/৫ ধারা, প্রসেস নং ৪৩৭/২৩) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিনতাইকারী দলের সদস্য আক্তার হোসেনকে (৩১, পিতা আব্দুর নূর, জৈনপুর চান্দাই, দক্ষিণ সুরমা, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় আরো একটি মামলা রয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।