বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, সিলেটের ঐতিহ্য শীতলপাটির উন্নয়নে সকলকে কাজ করতে হবে।
সোমবার (২৪ মার্চ/১০ চৈত্র) সকালে বালাগঞ্জ উপজেলার শীতলপার্টি সংলিষ্ট কারিগর ও ব্যবসায়ীদের সাথে মতবিনিমময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমান চন্দ। সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশিদের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো আশিকুর রহমান, শীতলপাটি বিকাশের উদ্যোক্তা শাহাব উদ্দিন শাহিন, মুর্তাচাষী শেখ বদরুজ্জামান, সুমাইয়া আক্তার তানজিলা, শীতলপাটি কারিগর হাজরা বেগম, আলহা বেগম ও শীতলপাটি ব্যবসায়ী নিখিল চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো ফরিদ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা হেপী দাশ, পল্লী বিদ্যুতের এজিএম মো আলাউল হক সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নূরজাহান বেগম হাসি, সমাজসেবা কর্মকতা জুয়েল আহমদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা মো কামরুল হাসান, তথ্যসেবা কর্মকর্তা সুর্বণা দাশ প্রমুখ।
মতবিনিময় সভায় শীতলপাটির উন্নয়নে মুর্তাচাষী, শীতলপাটি কারিগর ও ব্যবসায়ীদের তালিকা তৈরি, তাদেরকে প্রশিক্ষণ, আর্থিক অনুদান ও ঋণ প্রদান, উপজেলা ও জেলায় প্রর্দশনী ও বিক্রয় কেন্দ্র স্থাপন, কারখানা প্রতিষ্ঠা, শীতলপাটির বিকল্প পণ্য তৈরি এবং বাজারজাতকরণে ২ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।