মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারও সেহরি, ইফতার খাদ্যসামগ্রী ও ঈদ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
একাটুনা ইউনিয়নের কচুয়া আদর্শ গ্রামের আল-মনসুর হাউসে শুক্রবার (২১ মার্চ) দুপুরে জেলার ৫০০ পরিবারের মাঝে ৭ লাখ টাকার সেহরি, ইফতারি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ছালিকুর রহমান টুকুর
সভাপতিত্বে এবং যুব সংগঠক শামীম আহমেদ ও ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুরের যৌথ পরিচালনায় কর্মসূচির শুরুতেই সকল দানশীল ব্যক্তি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউকে থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
প্রধান অতিথি ছিলেন, একাটুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, সাংবাদিক সরকার জবলু, মুরব্বি দুরুদ মিয়া, ফাউন্ডার ট্রাস্টি মোহাম্মদ মতব্বির মনসুর, ইউকে প্রবাসী শামীম তরফদার, আমারিকা প্রবাসী শাহ গিয়াস আহমদ এবং কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আাসাব মিয়া ও সহ সভাপতি ফারুক আহমদ। দোয়া পরিচালনা করেন, কচুয়া জামে মসজিদের ঈমাম ও খতীব মাওলানা সাদিক আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার, সাংবাদিক গিয়াস আহমদ, ইউপি মেম্বার শাহাদ আহমদ, মুজিবুর রহমান, নানু মিয়া, আব্দুল আলিম, তাজুল চৌধুরী, জামান আহমদ, মহসিন চৌধুরী, পারভেজ আহমদ, আব্দুর রহমান পারভেজ, জি কে জসিম, হোসাইন আহমদ, সুমন আহমদ ও মুজিব মিয়া।–সংবাদ বিজ্ঞপ্তি