জনতার বাজারে সাংবাদিকদের উপর হামলা || ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনতাই

No Image Available
  • আপডেট টাইম : March 23 2025, 14:44
  • 22 বার পঠিত
জনতার বাজারে সাংবাদিকদের উপর হামলা || ক্যামেরা ভাংচুর ও মোবাইল ছিনতাই

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে মাইকে ঘোষণা দিয়ে ৪ টেলিভিশন সাংবাদিকের উপর হামলা চালিয়ে ক্যামেরা ও ট্রাইপড ভাংচুর এবং সাংবাদিকদেরকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার জনতারবাজারে গরুর হাট বসিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে মহাসড়কে লেগে থাকছে তীব্র যানজট। ফলে জনভোগান্তির সীমা থাকছেনা।
এ ব্যাপারে তথ্য সংগ্রহণে বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে হবিগঞ্জ থেকে জিটিভি ও বাসস প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, দীপ্ত টিভি প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয় ও মাইটিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ সেখানে গেলে তাদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে বাজার কমিটির লোকজন। এর এক পর্যায়ে বাজার কমিটির সহসভাপতি, বিএনপি নেতা কাউছার তালুকদারের নেতৃত্বে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ৪টি ক্যামেরা ও ১টি ট্রাইপড ভাংচুর করে এবং ১টি মোবাইল ফোন, ১টি ক্যামেরা ও ১টি ট্রাইপড ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিকরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

এই ক্যাটাগরীর আরো খবর