শাল্লা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলছেন, `বর্তমান আধুনিক বিজ্ঞানের কারণে পৃথিবী কত দূর এগিয়ে গেছে; কিন্তু আমরা এখনো আমাদের হাওরে কোন রাস্তা পাইনি। যোগাযোগ সমস্যার কারণে সম্ভাবনাময় এই জনপদ অনেক পিছিয়ে রয়েছে। নিজেদের অধিকার আদায়ে ও জীবনমান উন্নয়নে একসাথে লড়াই করতে হবে।’
রবিবার (২৩ মার্চ/৯ চৈত্র) জাতীয় নাগরিক পার্টি শাল্লা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনিক রায় আরো বলেন,‘আমাদেরকে বারবার পিছনে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল বানিয়ে রাখা হয়েছে। অথচ এই উপজেলায় হাওর আছে, জমি আছে, ফসল হয়, মাছ হয়, সবই হয়; কিন্তু উন্নয়ন হয় না।’
এনসিপি নেতা মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও মো রাকিবুল হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরী।