সিলেটের জৈনপুরে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল

No Image Available
  • আপডেট টাইম : March 22 2025, 14:31
  • 19 বার পঠিত
সিলেটের জৈনপুরে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল

সিলেটে ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবী’র বার্ষিক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার জৈনপুরে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ৪ এপ্রিল (শুক্রবার) মহাসপ্তমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ (বিকেল ৫টা পর্যন্ত)। দুপুর ২টায় মাতৃসঙ্গীত পরিবেশন করবে গুরুচণ্ডালী ব্যান্ড, সিলেট।
৫ এপ্রিল (শনিবার) মহাঅষ্টমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ (বিকেল ৫টা পর্যন্ত)। দুপুর ১২টায় ‘সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য সতীতীর্থ মহালক্ষী গ্রীবাপীঠ’ শীর্ষক আলোচনাসভা। প্রধান অতিথি থাকবেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন। মুখ্য আলোচক থাকবেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। আলোচক থাকবেন, শাবিপ্রবির অধ্যাপক ড হিমাদ্রী শেখর রায়, সরকারি বৃন্দাবন কলেজ হবিগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায় ও শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটের অধ্যক্ষ ড দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট। সভাপতিত্ব করবেন, পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন। এছাড়া দুপুর ২টায় মাতৃসঙ্গীত, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন হবে।
৬ এপ্রিল (রবিবার) মহানবমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ ও ভোগরাগ। দুপুর আড়াইটায় পূর্ণাহুতি যজ্ঞ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাতৃবন্দনা, রামায়ণ কীর্ত্তন ও হরিনাম সংকীর্ত্তন। এদিন দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
মহাঅষ্টমী ও মহানবমীতে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াবৃন্দ হলেন, মুক্তপদ তালুকদার (সুনামগঞ্জ), সৌরভ পুরকায়স্থ শাওন (সিলেট), সুমন দাস (সিলেট) ও দ্বীপ চন্দ (সিলেট)।
৭ এপ্রিল (সোমবার) দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।
শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবী’র মন্দিরের উন্নয়ন কাজে কেউ সহায়তা করতে চাইলে শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবামহাপীঠ শ্রীহট্ট, চলতি হিসাব নং ৫৬২১০০১০০৫০২৯, সোনালী ব্যাংক, মহাজনপট্টি শাখা, সিলেটে অর্ঘ্য জমা দেওয়া যাবে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর