নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল শুক্রবার (২১ মার্চ) রাতে বিয়ানীবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফয়েজ মার্কেট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৫৯ বোতল বিদেশী মদ সহ উপজেলার নয়াগ্রামের জিয়া উদ্দিন (৬০, পিতা মৃত আব্দুল কাদির) ও দুলাল দে (৫৯, পিতা মৃত জয় সুন্দর দে), জলডুব দক্ষিণ পাড়িবর গ্রামের মোবারক (৪২, পিতা মৃত নেকবর আলী) এবং মাথিউরা গ্রামের আবু সাঈদকে (১৯, পিতা মকলিস) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।