হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বৃহস্পতিবার (২০ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত পরিচালনা করেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো হাবিবুল্লাহ সিদ্দিকী।
এছাড়া, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি