নবীগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিলো ২২ মার্চ

No Image Available
  • আপডেট টাইম : March 21 2025, 16:01
  • 16 বার পঠিত
নবীগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিলো ২২ মার্চ

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : আগামীকাল শনিবার (২২ মার্চ)। ১৯৭১ সালের এ দিনে হবিগঞ্জের নবীগঞ্জ থানা (এখন উপজেলা) সদরে স্বাধীন বাংলাদেশের সবুজের বুকে লাল সূর্যের মাঝে সোনালী মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়েছিলো।
সে দিন সকাল ১০টায় নবীগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে তৎকালীন ঢাকা তিতুমীর কলেজের ছাত্রনেতা, মহাখালী আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ মহাখালী আঞ্চলিক শাখার আহবায়ক আব্দুর রউফ সহযোদ্ধা ছাত্রনেতা শাহাবুদ্দিন ও কামাল আহমেদকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই পতাকা উত্তোলন করেন।
কেন্দ্রীয় ছাত্রনেতা শরীফ নূরুল আম্বিয়ার পরামর্শে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে মার্চের তৃতীয় সপ্তাহে আব্দুর রউফ নবীগঞ্জ আসেন। তাকে সঙ্গ দেন পরবর্তীতে তিতুমীর কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহসভাপতি কামাল আহমেদ ও ছাত্রনেতা মো শাহাবুদ্দিন। তারা ২০ মার্চ রাতে এখানে এসে তৎকালীন নবনির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল আজিজ চৌধুরীর বাসায় উঠেন। পরদিন সকালে দেখা করেন মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হক চৌধুরীর সঙ্গে। আব্দুর রউফ পতাকা উত্তোলনের পরিকল্পনার কথা আব্দুল হক চৌধুরীকে জানালে তিনি তাতে একামত পোষণ করেন। এরপর দীর্ঘ আলোচনার মাধ্যমে ২২ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয়া হয়।
ছাত্রনেতা আব্দুর রউফ পতাকা উত্তোলন কর্মসূচিকে সফল করতে ছাত্রনেতা মো বদরুজ্জামান (রাজাবাদ), আব্দুল হান্নান (জিয়াপুর), ছানু মিয়া (নাদামপুর), মোহাম্মদ আলী (বাউসা), আবিদুর রহমান চৌধুরী (চরগাঁও), বশির আহমেদ (বাউসা) ও মহিবুর রহমান মাশুককে (রায়ঘর) নিয়ে দিনব্যাপী বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
পরদিন সকালে ডা মিম্বারুর রহমান চৌধুরী, হীরা মিয়া, আব্দুল হক চৌধুরী, আব্দুস সোবহান মাস্টার, আব্দুস সালাম, আজিজুর রহমান চৌধুরী ছুরুক মিয়া, চারুচন্দ্র দাশ, এনাম উদ্দিন (ডিলার), রামদয়াল ভট্টাচার্য্য, আব্দুল মতিন চৌধুরী, মিহির কান্তি রায়, আবু সালেহ চৌধুরী এবং যুগল-কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ নবীগঞ্জের কয়েকশ ছাত্র-জনতার উপস্থিতিতে ডাকবাংলো প্রাঙ্গণে উড্ডীন পাকিস্তানি পতাকা ছাত্রনেতা কামাল আহমেদ নামিয়ে এনে আগুন ধরিয়ে দেন আর ছাত্রনেতা আব্দুর রউফ ছাত্রনেতা শাহাবুদ্দিনকে নিয়ে তুমুল করতালির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সঙ্গে সঙ্গে গণবিদারী নানা স্লোগানে চারদিক প্রকম্পিত হয়ে উঠে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীগঞ্জে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী আব্দুর রউফ জীবিত থাকতে গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন করতেন; কিন্তু ২০২৪ সালের ১৩ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাই এবার কোনো উদ্যোগ নেই।

এই ক্যাটাগরীর আরো খবর