দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

No Image Available
  • আপডেট টাইম : March 21 2025, 16:22
  • 20 বার পঠিত
দিরাইয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে বেপরোয়া বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী
এক যুবক নিহত হয়েছেন।
তার নাম তৌফিকুর রহমান (২৫)। তিনি উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর কান্দারহাটি গ্রামের মাওলানা ফয়জুর রহমানের ছেলে।
শুক্রবার (২১ মার্চ/৭ চৈত্র) বিকেল পৌণে ৩টার দিকে দিরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে দিরাই-মদনপুর সড়কে সিলেট থেকে ছেড়ে আসা বেপরোয়া একটি বাসের সাথে দিরাই থেকে গ্রামের বাড়িমুখী তৌফিকুর রহমানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তৌফিকুর রহমান মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি পরে মরদেহ হস্তান্তর করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর