শেখ নূরুল ইসলাম, লন্ডন, ইউকে : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে লন্ডনে ‘প্রবাসীদের অধিকার, স্বীকৃতি ও জাতি গঠন’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ মার্চ বিকালে পূর্ব লন্ডনের বেথনালগ্রীন রোডের একটি হলে এই সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা। এতে প্রধান অতিথি ছিলেন, ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনারের পক্ষে হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মীর নূরানী রূপমা ।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর কমিউনিটি লিডার, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও সদস্য সচিব ড মুজিবুর রহমানের পরিচালনায় কি-নোট স্পিকার ছিলেন, ইমিগ্র্যাশন জাজ সলিসিটর বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর রহিমা রহমান, আয়োজক সংগঠনের কো-কনভেনর মসুদ আহমদ, টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলর রিতা ইসলাম ও কেবিনেট মেম্বার কাউন্সিলার আবু তালহা চৌধুরী।
বক্তারা প্রবাসীদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়নের প্রথম ধাপ সূচিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।
মূল প্রবন্ধে বলা হয়, প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং বাংলাদেশের জাতি গঠনে কমিউনিটির বিভিন্ন সেক্টরের প্রতিনিধির সমন্বয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে।
পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফিজ মো জিলু খান।–সংবাদ বিজ্ঞপ্তি