নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ১০ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২০ মার্চ/৬ চৈত্র) শেষ রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ১০ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো সুরুজ আলী (৪৮, পিতা মৃত তছির সরদার, বোয়ালিয়া, সদর, নওগাঁ), হাবিবুর রহমান (২২, পিতা হাফিজুর রহমান, দাউদকান্দি, কুমিল্লা) ও ইব্রাহীম রহমান (২৯, পিতা মৃত খলিলুর রহমান, মরিচপুরান মৌলভীপাড়া, নালিতাবাড়ি, শেরপুর)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।