ক্ষমতা একটি বিরাট পরীক্ষা : শাল্লায় ইফতার মাহফিলে অ্যাডভোকেট শিশির মনির

No Image Available
  • আপডেট টাইম : March 20 2025, 17:06
  • 26 বার পঠিত
ক্ষমতা একটি বিরাট পরীক্ষা : শাল্লায় ইফতার মাহফিলে অ্যাডভোকেট শিশির মনির

শাল্লা প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ক্ষমতা একটি বিরাট পরীক্ষা। আল্লাহতায়ালা যাকে ক্ষমতা দান করেন তার সামনে বিরাট পরীক্ষাও দেন।
তিনি আরো বলেছেন, ‘এই পরীক্ষায় আমরা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করি তাহলে উত্তীর্ণ হতে পারবো ইনশাল্লাহ।’
বৃহস্পতিবার (২০ মার্চ/৬ চৈত্র) উপজেলা গণমিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা শাখার বাস্তবায়নে তার আয়োজিত ইফতার মাহফিলে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা একটা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা ও উষ্ণ পরিবেশ চাই। এমন একটা পরিবেশ চাই, যেখানে মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।’
ইফতার মাহফিল অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট নূরুল আলম।
দলের শাল্লা উপজেলা আমির নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধান শিক্ষক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ক্যাটাগরীর আরো খবর