নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানা পুলিশ কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যামামলার প্রধান আসামিকে মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ৬ চৈত্র) কানাইঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত আড়াইটার দিকে অর্থাৎ হত্যামামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সাজু আহমদকে (২০, পিতা মৃত মাহমুদ হোসেন, খালপার, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে সাজু আহমদ ও তার সহযোগীরা গত ১৭ মার্চ রাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালপার গ্রামে সালেহ আহমদের বাড়িতে চড়াও হয়ে রশিদ আহমদ সহ কয়েকজনকে গুরুতর জখম করে। সাজু আহমদ তার হাতে থাকা ছোরা দিয়ে রশিদ আহমদের বুকের বাম পাশে ঘা মারলে তাতেই তার মৃত্যু হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
সাজু আহমদ পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।