দিরাই প্রতিনিধি : দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন রশীদ লাভলু (৪০) আটক হয়েছেন।
বুধবার (১৯ মার্চ/৫ চৈত্র) দুপুর ১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে সামনে থেকে দিরাই থানা পুলিশ তাকে আটক করে।
চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পর তাকে আটক করা হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার জানান, ‘স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভায় জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। শুনেছি, সভা থেকে বের হওয়ার পর নাকি জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করা হয়েছে।’
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় হুমায়ুন রশীদ লাভলুকে আটক করা হয়েছে।