জাল দলিলে জায়গা দখল ও বীর মুক্তিযোদ্ধাকে ‘ভূয়া’ আখ্যায়িত করার অভিযোগ

No Image Available
  • আপডেট টাইম : March 19 2025, 16:41
  • 17 বার পঠিত
জাল দলিলে জায়গা দখল ও বীর মুক্তিযোদ্ধাকে ‘ভূয়া’ আখ্যায়িত করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : মৌরসী স্বত্বের উত্তরাধিকারী থাকা অবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে জায়গা দখলের অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ/৫ চৈত্র) সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগরীর মিরাবাজার (উদ্দীপন-৪৫) এলাকার আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি এ অভিযোগ করেন।
তিনি জানান, সিলেট মিউনিসিপ্যালিটি মৌজার জেএল নং-৯১, এসএ দাগ নং-১১০৯১, এসএ খতিয়ান নং-৯০৬, বিএস ডিপি দাগ নং-১১৭৫৮, পরিমাণ-০.১৩ একর জায়গা তার নানী হামিদা খাতুন চৌধুরীর নামে রেকর্ডভুক্ত। তিনি এক ছেলে শোয়েব চৌধুরী এবং তিন মেয়ে রেজিয়া খানম চৌধুরী, রিনা জামান চৌধুরী ও ফৌজিয়া খানম চৌধুরীকে রেখে মারা যান; কিন্তু হেলাল আহমদ ও মোহাম্মদ আনিস নামের দুই ব্যক্তি সহ কয়েকজন তার নানীর সম্পত্তির জাল দলিল (রেজি নং- ৮৯১১/২৩) তৈরি করে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে। তারা এই দলিল বাতিলে আদালতে মামলা করেছেন।
এ অবস্থায়, গত ১৩ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজগে বর্তমান পানির লাইনের নাম পরিবর্তন করে হেলাল আহমদদের নামে একটি ভূয়া পানির বিল তৈরি করা হয়। এ ব্যাপারে সিসিক প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানালে সিসিক কর্তৃপক্ষ তদন্ত করে তা বদলানোর ব্যবস্থা করেন।
আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি অভিযোগ করেন, ভূমিখেকো চক্র বিভিন্ন সামাজিক মাধ্যমে নানারকম কুৎসা রটিয়ে তাদেরকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। এমনকি তার পিতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) আলী ওয়াকিউজ্জামানকে ভূয়া মুক্তিযোদ্ধা বলতে দ্বিধাও করেননি।
তিনি জানান, শাহজালাল উপশহরে ডা আলাউদ্দীনের বাসা ও সিলেট সেনানিবাস সংলগ্ন বাইপাস এলাকায় প্রবাসী মজিরুদ্দীনের জায়গার জাল দলিল তৈরি, মহানগরীর মিরাবাজারে একটি ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন মামলার কারণে হেলাল আহমদ গ্রেফতার হয়ে জেলও খেটেছেন।
আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী অনি ‘ভূমিদস্যু’ হেলাল আহমেদের অনৈতিক কার্যকলাপ বন্ধে এবং মহান স্বাধীনতার মাসে মহান মুক্তিযুদ্ধের একজন সাবসেক্টর কমান্ডারকে ‘ভূয়া মুক্তিযোদ্ধা’ বলার ধৃষ্টতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর