নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চিনির চালান আটক করেছে।
মঙ্গলবার (১৮ মার্চ/৪ চৈত্র) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট-দরবস্ত সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি টহল দল কানাইঘাট পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে একটি ট্রাক আটক করে তাতে তল্লাশি চালিয়ে বালির স্তরের নিচে লুকানো অবস্থায় ৩১৯ বস্তাভর্তি ১৫ হাজার ৯৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে ট্রাকচালক পালিয়ে যায়।