নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটে বিভিন্ন মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসির একটি আভিযানিক দল রবিবার (১৬ মার্চ) দুপুরে সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এফআইআরভুক্ত পলাতক আসামি মো শওকত আলী মেম্বারকে (৫০, পিতা আছদ্দর আলী, উত্তর কালনিরচর, জগন্নাথপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।
একই দিন দুপুরে বন্দরবাজার এলাকায় আরেকটি আভিযানিক দল অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর থানার এফআইআরভুক্ত পলাতক আসামি মোবারক হোসেন মেন্দীকে (৬০, পিতা মৃত সাজিদ উল্লাহ, উত্তর কালনিরচর, থানা জগন্নাথপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করে। তার বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।
এর ঘণ্টাখানেক আগে র্যাব-৯ ক্বিনব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে নেত্রকোনার সদর থানার এফআইআরভুক্ত পলাতক আসামি শামীম বিশ্বাসকে (২৮, পিতা সাদির বিশ্বাস, শিমুলাটি, সদর, নেত্রকোনা) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।