দিরাই প্রতিনিধি : যুক্তরাজ্য বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজমল হোসেন চৌধুরী জাবেদের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ/৩ চৈত্র) দিরাই উপজেলা সদরে আজমল কনভেনশন হলে এ ইফতার মাহফিলের আয়োজন কর হয়া।
দিরাই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দাই মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার সঞ্চালনায় আলোচনা পর্বে বক্তারা বলেন,শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তাদেরকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে।
এ সময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, পৌর বিএনপির যুগ্মসাধারণ আহবায়ক আমিরুল ইসলাম, মো ফারুক সরদার, জামায়াতে ইসলামীর দিরাই উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক তালুকদার, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক তালুকদার ও সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া।
পরে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংঠনের নেতৃবৃন্দ সহ রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।