হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : March 16 2025, 11:26
  • 3 বার পঠিত
হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ/২ চৈত্র) কলেজের শিক্ষার্থী, হবিগঞ্জের নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকায় আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারও মানুষ অংশ নেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বাস। এসব মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই। যদি হবিগঞ্জ মেডিক্যাল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে রেলপথ সহ সকল রাস্তা অবরোধ করে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, অধ্যক্ষ এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ও মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর