সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, কার্ডিফ, ইউকে : ব্রিটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে মৌলভীবাজার জেলা টিমের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) মৌলভীবাজারের জামেয়া দ্বীনিয়া মাদরাসায় এতিম অসহায় ছাত্র সহ আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক ডা ছাদিক আহমদের সভাপতিত্বে ও জামেয়া দ্বীনিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদের সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন, মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মোয়াজ্জেম হুসেন মাতুক, প্রফেসর শাহ আব্দুল ওয়াদুদ, ব্যাংকার শাহ আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক জয়নাল খান, ছয়ফুল আলম খান, এ কে এম আনোয়ারুজ্জামান, সাংবাদিক সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম, সাংবাদিক মোহাম্মদ শাহজাহান মিয়া, ডা অলিউর রহমান, সৈয়দ তালহা আহমদ, সৈয়দ সাজিদ আহমদ, শাইখুল হাদীস মাওলানা ফখরুল ইসলাম, হাফেজ মাওলানা মাহফুজুল ইসলাম, মাওলানা সাদিক আহমদ, ইমাম মাওলানা নূর হুসাইন, মাওলানা শিহাব উদ্দিন ও হাফেজ মাওলানা মুঈন খান।
ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন, শাইখুল হাদিস মাওলানা ফখরুল ইসলাম।
ইফতার মাহফিল চলাকালে ব্রিটেন থেকে প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চ্যারিটি কো-অর্ডিনেটর, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে দেওয়া বক্তব্যে জানান, প্রতিবছরের মতো এবারও সিলেট বিভাগের ৪ জেলায় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতারি খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।