সিলেট মহানগরীতে ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলো ৭৮ হাজার শিশু

  • আপডেট টাইম : March 15 2025, 13:16
  • 1 বার পঠিত
সিলেট মহানগরীতে ক্যাম্পেইনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলো ৭৮ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ৭৮ হাজার শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে।
শনিবার (১৫ মার্চ/৩০ চৈত্র) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ধোপাদিঘির পাড়ে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রকল্প পরিচালক পারভেজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ।
এবার সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী, ইপিআই ও অতিরিক্ত মিলিয়ে সর্বমোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়।
সিসিক সূত্র জানায়, ক্যাম্পেইন চলাকালে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে থাকলে আগামী ৩ দিন পর্যন্ত খাওয়ার সুযোগ পাবে।

এই ক্যাটাগরীর আরো খবর