শাল্লা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন

  • আপডেট টাইম : March 13 2025, 09:56
  • 1 বার পঠিত
শাল্লা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন

শাল্লা প্রতিনিধি : জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে শাল্লায় ‘স্ট্যান্ড ফর এনআইডি’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ/২৮ ফাল্গুন) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের সামনে নির্বাচন কমিশনের উদ্যোগে দুই ঘণ্টার এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। নির্বাচন কমিশনে দক্ষ জনবল তৈরি হয়েছে।
তারা আরো বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেওয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার শাহ্ মোহাম্মদ এনামুল কবির, ডাটা এন্ট্রি অপারেটর সাজ্জাদ হোসেন, স্ক্যানিং অপারেটর আল আমিন ও উপজেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

এই ক্যাটাগরীর আরো খবর