র‌্যাব-৯ সিলেটের অভিযানে দোয়ারাবাজারে বিদেশী মদ ও বিয়ার সহ গ্রেফতার ১

  • আপডেট টাইম : March 13 2025, 10:13
  • 1 বার পঠিত
র‌্যাব-৯ সিলেটের অভিযানে দোয়ারাবাজারে বিদেশী মদ ও বিয়ার সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে বিদেশী মদ ও বিয়ার সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশী মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধারকরে।
এ সময় উপজেলার কিরণপাড়া গ্রামের মৃত মিছির আলীর ছেলে মো মহরম আলীকে (৩৪) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর