নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে বিদেশী মদ ও বিয়ার সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭ বোতল বিদেশী মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধারকরে।
এ সময় উপজেলার কিরণপাড়া গ্রামের মৃত মিছির আলীর ছেলে মো মহরম আলীকে (৩৪) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।