মানুষ হত্যা ও জাতির সম্পদ লুটপাট করেও আ লীগের কোনো অনুভূতি নেই : জুবায়ের

  • আপডেট টাইম : March 13 2025, 07:33
  • 2 বার পঠিত
মানুষ হত্যা ও জাতির সম্পদ লুটপাট করেও আ লীগের কোনো অনুভূতি নেই : জুবায়ের

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আমাদের সমাজে শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রিধারী ও কোর্ট-প্যান্ট-টাই পড়া লোকের অভাব নেই; কিন্তু সমাজে তো দুর্নীতি হচ্ছে-গত ১৫ বছরেও হয়েছে।‘
তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্র তার শক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিলো। শুধু ফ্যাসিবাদ কায়েম করেনি-প্রতিষ্ঠানগুলোকেও তছনছ করে দিয়েছে। লুট করেছে জাতির সম্পদ। এসব নিয়ে তাদের মধ্যে সামান্যতম অনুভূতি নেই।
গত ১১ মার্চ একটি কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
দলের জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, মৌলভীবাজার-৩ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা কর্মপরিষদ সদস্য, মৌলভীবাজার-১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি, মৌলভীবাজার-৪ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব ও জেলা আইনজীবী সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব সহ অনেকে। কোরআন তেলাওয়াত করেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর