নিজস্ব প্রতিবেদক : সিলেটের বালাগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার সন্দিগ্ধ এক আসামি গ্রেফতার
হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে বালাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বোয়ালজুর ইউনিয়নের নশিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় বালাগঞ্জ থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আবুল হোসেন রিপনকে (৩৫, পিতা মৃত তৈয়ব উল্লাহ, নশিয়ারপুর, বালাগঞ্জ, সিলেট) তার নিজের এলাকা থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় ৩টি, গোলাপগঞ্জ থানায় ১টি, সিলেট কোতয়ালি থানায় ১টি, এসএমপি বিমানবন্দর থানায় ১টি, বিশ্বনাথ থানায় ১টি ও বালাগঞ্জ থানায় ১টি মামলা রয়েছে।
পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।