হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত ১০ মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, হবিগঞ্জ জেলার সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
ইফতারের আগে বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি