গোয়াইনঘাটে ৪৮ বিজিবি আটক করেছে ১২ কোটি টাকার চোরাচালানী মালামাল

No Image Available
  • আপডেট টাইম : March 12 2025, 11:50
  • 16 বার পঠিত
গোয়াইনঘাটে ৪৮ বিজিবি আটক করেছে ১২ কোটি টাকার চোরাচালানী মালামাল

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার চোলাচালানী মালামাল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ মার্চ/২৭ ফাল্গুন) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়নের উপ অধিনায়কের নেতৃত্বে বিজিবি ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, ট্যাং, বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্তদানা, কাজুবাদাম ও কিসমিস আটক করা হয়।
আসন্ন ঈদকে সামনে রেখে এই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল চোরাকারবারীরা বাংলাদেশে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামালের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর