নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ফেনী জেলার সদর উপজেলা থেকে হত্যা সহ ১৬টি মামলায় অভিযুক্ত আন্তঃজেলা ডাকাত দলের নেতা জালাল মিয়া ওরপে স্প্রিং জালালকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ ও র্যাব-৭, সিপিসি-১ সোমবার (১০ মার্চ) রাতে উপজেলার লালপুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ক্লুলেস হত্যা মামলা হত্যাসহ ১৬টি মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের নেতা স্প্রিং জালালকে (৩৫, পিতা ডুগা মিয়া, সুন্দরপুর, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।