হবিগঞ্জ মেডিক্যাল কলেজ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সামবেশ ও মানববন্ধন

No Image Available
  • আপডেট টাইম : March 11 2025, 13:51
  • 30 বার পঠিত
হবিগঞ্জ মেডিক্যাল কলেজ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সামবেশ ও মানববন্ধন

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ মেডিক্যাল কলেজ অন্যত্র স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ/২৬ ফাল্গুন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সম্মিলত নাগরিক আন্দোলনের উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি পিযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরী, রাকিব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো এনামুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান আওয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামসুল হুদা।
বক্তারা বলেন, দাবি না মানলে হবিগঞ্জের ৩০ লাখ মানুষকে নিয়ে মহাসড়ক-অবরোধ এবং প্রয়োজনে হরতাল ঘোষণা করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর