সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

No Image Available
  • আপডেট টাইম : March 10 2025, 13:10
  • 20 বার পঠিত
সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্াড গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞেজর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে।
সোমবার (১০ মার্চ/২৫ ফাল্গুন) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন দুই জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি বিওপি ও ডিবিরহাওর স্পেশাল ক্যাম্প অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১ কোটি ৪ হাজার ৮৭৫ টাকার ভারতীয় শাড়ি, বাসমতি চাল, মহিষ, গরু, হেয়ার অয়েল, জিরা, ক্লপ জি ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, শুটকি, সাবান, সুপারি ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর