বিশেষ প্রতিবেদক, মৌভৈীবাজার : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারে বাজার মনিটরিংকালে চার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ মার্চ/২৫ ফাল্গুন) সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার এলাকায় ফল, মুদিদোকান, মুরগীর আড়ৎ ও সবজির বাজারে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ।
এতে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি। আরো উপস্থিত ছিলেন, কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী, সাংবাদিক এ এস কাঁকন ও ক্যাব প্রতিনিধি সহ সংশ্লিষ্ট অন্যরা।
অভিযানকালে কৃষি বিপণন আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লেখা না থাকায় এবং পণ্য ক্রয়ের পাকা ভাউচার না রাখা ও মূল্য তালিকা না টানানোয় চার ব্যবসায়ীর নিকট থেকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।