নবীগঞ্জ ভুবিরবাক রাখাল ঠাকুর মন্দিরে ৩১ তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন

  • আপডেট টাইম : March 10 2025, 17:19
  • 5 বার পঠিত
নবীগঞ্জ ভুবিরবাক রাখাল ঠাকুর মন্দিরে ৩১ তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ভুবিরবাক শ্রী শ্রী রাখাল ঠাকুর গাছতলায় বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শুরু হয়েছে সোমবার (৮ মার্চ/২৫ ফাল্গুন) দুপুরে কীর্তন সম্পন্ন হয়।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভাণ্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরণ ও হরিলুট।
শুভ সুচনায় মঙ্গলঘট স্থাপন করেন, হালিতলা শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সেবায়েত সখীচরন বৈষ্ণব। গীতাপাঠ করেন, উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল। কীর্তন পরিবেশন করেন, কীর্তনীয়া বিধু চন্দ, রিংকু দাশ, সুমন দাশ ও অজিত সূত্রধর।
কীর্তন কমিটির সভাপতি অমলেন্দু সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজিত সূত্রধরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফয়সল চৌধুরী শেয়েব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক অঞ্জন রায়, কীর্তন কমিটির উপদেষ্টা গোপাল সূত্রধর ঝরন, সহসভাপতি সুরঞ্জন সূত্রধর, সাংগঠনিক নিধু সূত্রধর, অর্থ সম্পাদক বিপুল দাশ, শিক্ষক পলাশ দাশ প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর