দিরাই প্রতিনিধি : ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১০ মার্চ/২৫ ফাল্গুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও দিরাই পৌরসভার প্রশাসক অভিজিৎ সূত্রধর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মুনির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিক ইশমাম চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আমার দেশ পত্রিকার সাংবাদিক সুমন রহমান ও দিরাই ফায়ার সার্ভিস ইনচার্জ আবুল কালাম।