দিরাই ও শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

No Image Available
  • আপডেট টাইম : March 10 2025, 13:13
  • 27 বার পঠিত
দিরাই ও শাল্লায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া শাল্লা ও শাল্লা উপজেলায় ফসল রক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন করেছেন।
সোমবার (১০ মার্চ/২৫ ফাল্গুন) জেলা প্রশাসক শাল্লা উপজেলার ভাণ্ডা ও বরাম হাওরের বিভিন্ন পিআইসির কাজ পরিদর্শন করেন।
এর আগ তিনি পরিদর্শন করেন দিরাই উপজেলার বেশ কয়েকটি পিআইসির কাজ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো ইমদাদুল হক, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ডের দিরাই শাখা কর্মকর্তা এ টি এম মোনায়েম হোসেন, শাল্লা শাখা কর্মকর্তা মো রিপন আলী ও দুই উপজেলার প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর